গোপালগঞ্জ:
গোপালগঞ্জে ফ্রি-ফায়ার গেইম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কবির সরদার (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও একজন।
আজ মঙ্গলবার (০২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার ভোজরগাতী গ্রামে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেইম খেলাকে কেন্দ্র করে টিটু সরদার ও হাসান সরদারের মাঝে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় কবির সরদার ঠেকাতে গেলে হাসান শেখ ও বাপ্পি শেখ তাদের কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কবির ও টিটু সরদারকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কবির সরদারকে মৃত ঘোষনা করেন। টিটু সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কবির সরদার সদর উপজেলার ভোজরগাতী গ্রামের সাত্তার সরদারের ছেলে। এদিকে এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
Leave a Reply