গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে অটো, মাহেন্দ্র ও টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে ৩৫ জন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ সকালে সেন্টু শেখ ও সুজন শেখের মধ্যে অটো, মাহেন্দ্র ও টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার খবর ঘোষের চর গ্রামে ছড়িয়ে পড়লে দুপুর থেকে বিকেল পর্যন্ত দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় ১০টি বাড়িঘর ভাংচুর হয়। উভয়পক্ষের কমপক্ষে আহত হয় ৩৫ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply