গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ

 

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বাস চাপায় বাইজিদ (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এর জেরে স্থানীয়রা লাঠি সোটা নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দুইঘণ্টা অবরোধ করে রাখে। এসময় তারা রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কের দু’পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ জানায়, আজ সকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চর পাথালিয়ায় শ্রমিক বাইজিদ রাস্তা পার হওয়ার সময়

জ্যোতি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে ঐ শ্রমিক নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
নিহত বাইজিদ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের ইমদাদুল ফকিরের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*