টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রশিক্ষণার্থী প্রকৌশলীবৃন্দের শ্রদ্ধা

গোপালগঞ্জ:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র ৪০ জন প্রশিক্ষণার্থী প্রকৌশলী।
শনিবার দুপুরে এলজিইডি কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)র ১৪৪ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের টিম জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এসময় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র পরিচালক (প্রশিক্ষন) মো. আব্দুল কাদের, যুগ্ন-পরিচালক সালাহউদ্দিন ইবনে সাঈদ, সহকারী পরিচালক কাজী ফয়েজ আহম্মেদ, টুঙ্গিপাড়া এলজিইডির প্রকৌশলী ফয়সাল আহম্মেদ সহ প্রশিক্ষনার্থী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তারা টুঙ্গিপাড়া এলজিইডি কর্তৃক নির্মাণাধীন বাঘিয়ালকুল ঘাটলা, পাটগাতী বঙ্গবন্ধু বোট ল্যান্ডিং র‌্যাম্প, টুঙ্গিপাড়া শ্মশান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
এরপর প্রশিক্ষণার্থিবৃন্দ গোপালগঞ্জ এলজিইডি জেলা কার্যালয়ে পৌছালে সেখানে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে অন্যান্য প্রকৌশলীগণ তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান। প্রশিক্ষণাথীবৃন্দ জেলা এলজিইডি ভবনের সৌন্দর্য বর্ধনের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করার পর সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলীর সভাপতিত্বে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় গোপালগঞ্জ এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, সদর উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা ফয়সাল আহম্মেদ, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, কাশিয়ানী উপজেলা হাবিবুর রহমান, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*