গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ বিচারকসহ আহত ৬

 

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ৪ বিচারকসহ ৬ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার মান্দারতলায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। মাইক্রোবাসটি লিংক রোড থেকে মহাসড়কে ওঠার সময় বাগেরহাট থেকে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাইক্রোবাসের চার বিচারকসহ ছয় জন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন, গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুণ্ডু ও মো. হুমায়ূন কবীর, জেলা জজ আদালতের সিনিয়র সহকারী বিচারক এইচএম কবীর হোসেন, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ইউসুফ হোসেন সহ পুলিশ কনস্টেবল তপন চন্দ্র ও মাইক্রোবাসের চালক শিব চন্দ্র।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেপার্ট করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*